দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিয়মিতই ভক্তদের চমকে দেন নিজের নতুন নতুন ছবিতে। যে পোশাকেই ধরা দেন, দ্যুতি ছড়িয়ে দেন অনায়াসে। তবে শাড়িতে তার আবেদন যেন আলাদা; এবারও যেন তার ব্যতিক্রম ঘটল না।
সোমবার সকালে নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করলেন, লিখলেন কবিতার ছন্দে। চার বাক্যে প্রকাশ পেল ভোরের স্নিগ্ধ গান, রোদে মাখা গন্ধে জড়িয়ে এক মায়াবী আহ্বান। জয়া লিখেছেন, ‘হলুদ-তেল মাখা একটি সকাল, ঝর্নার জলে বৃষ্টিপাতের মতন শব্দ, ঝুল বারান্দার সামনের বাগানে কেউ হাসছে, শীতের রোদ্দুরের মতন।’
পোস্টটি মুহূর্তেই ভাইরাল! মন্তব্যঘরেও ভক্তদের ভালোবাসা-প্রশংসাতে পূর্ণ। কারও মন্তব্য, ‘দারুণ লাগছে’, কারও মন্তব্য, ‘রূপের জাদু ছড়াচ্ছেন’।
দেশের গণ্ডি পেরিয়ে জয়ার এখন ওপার বাংলাতেও সমান জনপ্রিয়তা, প্রশংসা। অভিনয়ে যেমন তিনি এক শিল্পের গান, দর্শকের কাছেও এক প্রিয় নাম। তবে শুধু পর্দায় নন, ফ্যাশনের মঞ্চেও তার রাজত্ব অবিরাম।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.