Nabadhara
ঢাকাবুধবার , ১১ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে ১৫ই আগস্ট উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল

Bayzid Saad
আগস্ট ১১, ২০২১ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সাব্বির আহমেদ, পিরোজপুরঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে খুমুড়িয়া শিকদার বাড়িতে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
 পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টুর সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক  মজিবুর রহমান খালেক।
এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট কানাইলাল বিশ্বাস, প্রচার সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দিন খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন মল্লিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম (মিরন), সহ-সভাপতি হানিফ সিকদার, পিরোজপুর আইনজীবী সমিতির  সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল  ইসলাম (পান্না), যুবলীগের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান মানিক, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব,
পৌর যুবলীগের সভাপতি ফয়সাল মাহবুব শুভ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ (রাজা), সম্পাদক সুমন সিকদার সহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, কৃষকলীগ, মুক্তিযোদ্ধা লীগের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সহ বক্তারা তাদের বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই আমরা সোনার বাংলা পেয়েছি তাই আমাদের যেকোনো ত্যাগ এর বিনিময়ে সোনার বাংলা অর্জনকে ধরে রাখতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।