Nabadhara
ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় উৎসবমুখর পরিবেশে সোনালীকা ডে সার্ভিস ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)
অক্টোবর ১৩, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)

উৎসবমুখর পরিবেশে নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এসিআই মটরস-এর আয়োজনে ‘সোনালীকা ডে’ বার্ষিক সার্ভিস ক্যাম্পেইন, ফ্রি মেডিকেল চেকআপ ও মতবিনিময় সভা। রবিবার (১৩ অক্টোবর) সকাল থেকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি এলাকায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

 

সার্ভিস ক্যাম্পে ছিল সোনালীকা ট্রাক্টরের ফ্রি সার্ভিস, প্রোডাক্ট ডিসপ্লে, গ্রাহক আপ্যায়ন, ফ্রি মেডিকেল চেকআপ, গেম শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী এ উৎসবে অংশগ্রহণ করেন তিন শতাধিক গ্রাহক, যেখানে ৮০টিরও বেশি ট্রাক্টর সার্ভিসিং করা হয় এবং নতুন ট্রাক্টর হস্তান্তর করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স মিলন মটরসের স্বত্বাধিকারী মো. মিলন হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরসের রাজশাহী রিজিওনাল সেলস ম্যানেজার মো. আব্দুল আলীম শেখ। বিশেষ অতিথি ছিলেন নওগাঁর এরিয়া ম্যানেজার পিযুষ কুমার রায়, নিয়ামতপুরের ডিলার মো. আয়নাল হক ভুট্টু, রাজশাহীর ডেপুটি এরিয়া ম্যানেজার মো. তানভীর আহমেদ, চাঁপাইনবাবগঞ্জের ডেপুটি এরিয়া ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, রাজশাহী টেরিটরি সার্ভিস ম্যানেজার মো. মারুফ বিল্লাহ ও নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জের সার্ভিস ইঞ্জিনিয়ার মো. নাঈমুর রহমান।

 

গ্রাহকদের মতামতের ভিত্তিতে এসিআই মটরস ভবিষ্যতে আরও উন্নত সার্ভিস ও কৃষি যন্ত্রপাতির মানোন্নয়নে কাজ করবে বলে জানানো হয়। আয়োজনে বিজয়ী কৃষক, ট্রাক্টর মালিক ও চালকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে এসিআই মটরস বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণে অগ্রণী ভূমিকা পালন করছে। বর্তমানে প্রতিষ্ঠানটির ‘সোনালীকা ট্রাক্টর’ দেশের তিন ভাগের এক ভাগ জমি চাষে ব্যবহৃত হচ্ছে এবং ২৬ হাজারেরও বেশি সন্তুষ্ট গ্রাহক রয়েছে। বিগত এগারো বছর ধরে বাংলাদেশের ট্রাক্টর বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে সোনালীকা, যার পেছনে রয়েছে দ্রুততম সার্ভিস ও স্পেয়ার পার্টসের সহজলভ্যতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।