সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)
উৎসবমুখর পরিবেশে নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এসিআই মটরস-এর আয়োজনে ‘সোনালীকা ডে’ বার্ষিক সার্ভিস ক্যাম্পেইন, ফ্রি মেডিকেল চেকআপ ও মতবিনিময় সভা। রবিবার (১৩ অক্টোবর) সকাল থেকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি এলাকায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সার্ভিস ক্যাম্পে ছিল সোনালীকা ট্রাক্টরের ফ্রি সার্ভিস, প্রোডাক্ট ডিসপ্লে, গ্রাহক আপ্যায়ন, ফ্রি মেডিকেল চেকআপ, গেম শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী এ উৎসবে অংশগ্রহণ করেন তিন শতাধিক গ্রাহক, যেখানে ৮০টিরও বেশি ট্রাক্টর সার্ভিসিং করা হয় এবং নতুন ট্রাক্টর হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স মিলন মটরসের স্বত্বাধিকারী মো. মিলন হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরসের রাজশাহী রিজিওনাল সেলস ম্যানেজার মো. আব্দুল আলীম শেখ। বিশেষ অতিথি ছিলেন নওগাঁর এরিয়া ম্যানেজার পিযুষ কুমার রায়, নিয়ামতপুরের ডিলার মো. আয়নাল হক ভুট্টু, রাজশাহীর ডেপুটি এরিয়া ম্যানেজার মো. তানভীর আহমেদ, চাঁপাইনবাবগঞ্জের ডেপুটি এরিয়া ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, রাজশাহী টেরিটরি সার্ভিস ম্যানেজার মো. মারুফ বিল্লাহ ও নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জের সার্ভিস ইঞ্জিনিয়ার মো. নাঈমুর রহমান।
গ্রাহকদের মতামতের ভিত্তিতে এসিআই মটরস ভবিষ্যতে আরও উন্নত সার্ভিস ও কৃষি যন্ত্রপাতির মানোন্নয়নে কাজ করবে বলে জানানো হয়। আয়োজনে বিজয়ী কৃষক, ট্রাক্টর মালিক ও চালকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০০৭ সাল থেকে এসিআই মটরস বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণে অগ্রণী ভূমিকা পালন করছে। বর্তমানে প্রতিষ্ঠানটির ‘সোনালীকা ট্রাক্টর’ দেশের তিন ভাগের এক ভাগ জমি চাষে ব্যবহৃত হচ্ছে এবং ২৬ হাজারেরও বেশি সন্তুষ্ট গ্রাহক রয়েছে। বিগত এগারো বছর ধরে বাংলাদেশের ট্রাক্টর বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে সোনালীকা, যার পেছনে রয়েছে দ্রুততম সার্ভিস ও স্পেয়ার পার্টসের সহজলভ্যতা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.