ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ ঘিরে ইতোমধ্যেই সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশ সদস্যদের। এবং ব্যারিকেডের সামনে দেখা গেছে সাঁজোয়া যান ও জলকামান।
সোমবার (১৩ অক্টোবর) সরেজমিনে শিক্ষা ভবনের সামনে দেখা যায়, সাত কলেজের অসংখ্য শিক্ষার্থী শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন। মুহুর্মুহু স্লোগান ও দাবিতে উত্তাল হয়ে উঠছে ভবন প্রাঙ্গণ। আন্দোলনের পরিপ্রেক্ষিতে সচিবালয় অভিমুখের সড়কে ব্যারিকেড বসিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। আর ব্যারিকেডের পেছনেই অবস্থান নিতে দেখা গেছে পুলিশের সাঁজোয়া যান ও জলকামানের।
এদিকে শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না তারা।
চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। সাত কলেজের মধ্যে রয়েছে— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.