নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জনদুর্ভোগ কমাতে চলাচলের অনুপযোগী একটি গুরুত্বপূর্ণ সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করছেন এক বিএনপি নেতা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সোমবার সকাল থেকে দক্ষিণ সোনাদিয়া গ্রামের সরকারি পুকুর সংলগ্ন আদর্শ গ্রাম সড়কের প্রায় ১,০০০ মিটার অংশে সংস্কার কাজ শুরু হয়।
জানা গেছে, সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ হাটবাজার, স্কুল-কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটির বেহাল দশা তৈরি হয়। বর্ষার সময় কাদা, পানি ও বড় বড় গর্তে দুর্ভোগের মাত্রা আরও বেড়ে যায়।
এ বিষয়ে হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী বলেন, “স্থানীয় লোকজনের দুর্ভোগের কথা শুনে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব নিজ উদ্যোগে সড়ক সংস্কারের সিদ্ধান্ত নেন।”
হাতিয়া উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন জানান, “এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব নিজস্ব অর্থায়নে সড়কটি সংস্কার করছেন, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।”
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন, “সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। জনগণের দুর্ভোগ লাঘবে আমি ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে নেতাকর্মীদের নিয়ে আমরা জনগণের পাশে থেকে কাজ করছি।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.