সুব্রত সরকার,মহম্মদপুর (মাগুরা)
মাগুরার মহম্মদপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারিদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে মহম্মদপুর উপজেলাতে এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি চলছে। শিক্ষক-কর্মচারিরা শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন। শিক্ষক-কর্মচারিদের দাবিতে শিক্ষার্থীরা একত্ততা প্রকাশ করেন ও শিক্ষকদের উপর হামলার তীব্র প্রতিবাদ জানান।
সোমবার সকালে মহম্মদপুর সদরের ঐতিহ্যবাহী কাজী সালিমা হক মহিলা কলেজের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শিক্ষকদের আন্দোলন কমিটির আহবায়ক ও কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুচ আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শিক্ষক সমিতির সভাপতি ও বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহফুজুর রহমান,শিক্ষক অন্য সংগঠনের সভাপতি ও পলাশবাড়ীয়া মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফরিদুজ্জামান,সাধারণ সম্পাদক ও বিনোদপুর ননীবালা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো: আমিরুল ইসলাম ও শিক্ষক অন্য সংগঠনের সাধারণ সম্পাদক ও মহম্মদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী-প্রধানশিক্ষক মো: ইকবাল আহম্মেদ কবি,বড়ড়িয়া এ ডব্লিউ সিনিয়র মাদ্রাসার সুপার শরীফ আকতারুজ্জামান ও বসুর ধুলজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রিয়াজুর রহমান এবং অনুষ্ঠানের অন্যতম অতিথি ও প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মো: আজিজুর রহমান টুটুল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহম্মদপুর উপজেলায় প্রায় ৭০ টি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা রয়েছে। তারমধ্যে প্রায় ৪০ স্কুল, ৮টি কলেজ ও ১৮ মাদ্রাসা রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালন হচ্ছে। ক্লাস, পরীক্ষাসহ যাবতীয় শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।
শিক্ষকদের আন্দোলন কমিটির আহবায়ক ও মহম্মদপুর কাজী সালিমা হক মহিলা কলেজের অধ্যক্ষ এস এম ইউনুচ আলী বলেন,তার কলেজের সব শিক্ষক-কর্মচারিরা ঐক্যবদ্ধভাবে কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কেউ ক্লাসে যাবেন না।দাবি আদায়ে উপজেলার সকল শিক্ষক প্রতিশ্রুতিবদ্ধ
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) কাজী শফিউল আলম বলেন, শুনেছি সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি হচ্ছে। এর বেশি কিছু বলতে পারবো না।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.