স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের নড়াগাতি থানার রামপুরা গ্রামে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে বাবলু খাঁন (৬০) ও তার ছেলে সাজ্জাদুল আলম(৪২)কে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনায় ২ জন কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ।
রবিবার (১২অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পুঠিমারি গ্রাম থেকে তাদের কে গ্রেফতার করা হয়। গত শনিবার (১১অক্টোবর) জয়নগর ইউনিয়নের রামপুরা গ্রামে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।
গ্রেফতাররা হলেন,নড়াগাতী থানার রামপুর গ্রামের হাফিজ খানের ছেলে লাভলু খাঁন (৪৭) এবং তার ছেলে রাব্বি খাঁন (২১)। পুলিশ সূত্রে জানা যায়,গত১১অক্টোবর বাবলু খাঁন পারিবারিক কলহের কারণে তার স্ত্রী পপি বেগম কে মারধর করতে যায়। এসময় পপি বেগম দৌড়ে লাভলু খাঁনের বাড়িতে চলে যায়। সেখানে বাবলু খাঁন তার স্ত্রী কে মারধর করতে গেলে লাভলু খাঁন তার বাড়ির ওপরে মারামারি করতে নিষেধ করে। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে সাজ্জাদুল আলম খাঁন তালের ডাশা দিয়ে তার চাচা লাভলু খাঁন কে আঘাত করেন। পরে লাভলু খান ঘর থেকে হাসুয়া নিয়ে বাবলু খাঁন কে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে লাভলু খাঁনের ছেলে রাব্বি খাঁন ঘর থেকে সড়কি নিয়ে এসে তার চাচাতো ভাই সাজ্জাদুল আলম খাঁনের বুকে কোপ দিয়ে মারাত্মক জখম করেছে।
পরবর্তীতে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পওে সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি)আশিকুর রহমান বলেন, হামলার ঘটনার পর আমরা স্বল্প সময়ের মধ্যে দুই আসামি কে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তবে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত ২জন কে আদালতে পাঠানো হয়েছে।