বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
“আমরা কথা বলি, আমরা শিখি, আমরা জয় করি”—এই অনুপ্রেরণামূলক স্লোগানকে ধারণ করে ফরিদপুরের বোয়ালমারীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী মাধ্যমিক স্তরের ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকাল ১১টার দিকে উপজেলার সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের সুসজ্জিত হলরুমে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীন হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাফিল মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশাররফ হোসেন।
তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে দুটি ভেনুতে—সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় এবং বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিতর্ক শুধুমাত্র যুক্তি প্রদর্শনের ক্ষেত্র নয়, এটি শিক্ষার্থীদের চিন্তাশক্তি, আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশ ঘটায়।
উদ্বোধক তানভীন হাসান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “আজকের বিতার্কিকরাই আগামী দিনের জ্ঞানযোদ্ধা। তারা যুক্তি ও সাহসের শক্তিতে এগিয়ে যাবে বিশ্ব দরবারে।”
বিশেষ অতিথি শিব্বির আহমেদ বলেন, “বিতর্ক মননশীলতার বিকাশ ঘটায় এবং ভিন্ন মতের প্রতি সহনশীলতা শেখায়।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, “এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্বগুণও বিকাশ ঘটায়।”
সভাপতির বক্তব্যে ইসরাফিল মোল্লা বলেন, “আমাদের শিক্ষার্থীরা যুক্তি ও ভাষার জাদুতে জয় করবে ভবিষ্যৎ।”
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। সাহিত্য, যুক্তি ও ভাষার সৌন্দর্যে ভরপুর এই আয়োজন হয়ে উঠেছে তরুণ প্রজন্মের জ্ঞানচর্চার এক বর্ণিল উৎসব।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.