কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ প্রতিরোধ মহড়া অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অনুষ্ঠিত হয় দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া। সেখানে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি ভিজা কম্বল, বালতি ও চটের বস্তা ব্যবহার করে এলপি গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর কৌশল প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার। তিনি বলেন, “দুর্যোগ মোকাবেলায় জনগণের সচেতনতা ও প্রস্তুতিই সবচেয়ে বড় শক্তি। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ওমর ফারুক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক মো. শহিদুল ইসলাম, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ফরিদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোবারক হোসেন, কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ইলিয়াস ভূঁইয়া এবং উদয়ন কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুলের প্রিন্সিপাল সলিল কান্তি রায়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক ও সুধীজনরা অংশ নেন।