Nabadhara
ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় উদ্দীপনায় পালিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

“প্রস্তুত থাকলে দুর্যোগে ক্ষতি হয় কম”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৩ অক্টোবর) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।

 

দিনটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন ও ফেস্টুনে সাজানো রঙিন পরিবেশে বের করা হয় এক বর্ণাঢ্য র‌্যালি। উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, দমকল বাহিনীর সদস্য ও স্থানীয় সাংবাদিকদের পদচারণায় মুখর হয়ে ওঠে উপজেলা পরিষদ প্রাঙ্গণ।

 

র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত। তিনি বলেন, “দুর্যোগ মানেই আতঙ্ক নয়, এটি আমাদের প্রস্তুতির পরীক্ষা। সচেতনতা ও প্রশিক্ষণই পারে ক্ষয়ক্ষতি কমাতে।”

 

সভাপতির বক্তব্যে এ কে এম রাহানুর রহমান বলেন, “প্রকৃতির সঙ্গে লড়াই নয়, বরং প্রকৃতির সঙ্গে সহাবস্থানই টেকসই উন্নয়নের চাবিকাঠি। দুর্যোগ প্রশমনে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগই পারে নিরাপদ বাংলাদেশ গড়তে।”

 

এর আগে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় দুর্যোগ প্রশমন বিষয়ক মহড়া। ফায়ার সার্ভিস স্টেশনের লিডার কোহিনুর রহমানের তত্ত্বাবধানে দমকল বাহিনীর সদস্যরা বাস্তব অনুশীলনের মাধ্যমে দেখান, অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত উদ্ধার ও নিয়ন্ত্রণ করা যায়।

 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।