শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে র্যালি, অগ্নিকান্ড প্রতিরোধে মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শর্মী রায়, উপজেলা প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো: হাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইয়াদা দিলরুবা সুলতানা, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো: সেলিম হোসাইন, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা খানম প্রমুখ।
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সদস্যরা অগ্নিকাণ্ড ও দুর্যোগে প্রতিরোধ এবং উদ্ধার কার্যক্রমের ওপর সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.