সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় নওগাঁর মান্দায় সুফলভোগীদের মাঝে ছাগল ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গণে ৮০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ২টি করে ছাগল ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুজ্জামান, ভেটেরিনারি সার্জন ডা. তানভির আহমেদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শরিফ উদ্দীন মণ্ডল, মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ, মান্দা প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানাসহ প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.