ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভেজাল চিংড়ি মাছ বিক্রির দায়ে এক অসাধু ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার উচালিয়াপাড়া মোড় বাজারে এ অভিযান পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন।
জানা গেছে, অভিযুক্ত ব্যবসায়ী সরাইল উপজেলার বেপারী পাড়া গ্রামের মোঃ রজব আলীর ছেলে মোঃ উদয় (৩০)। তাকে চিংড়ি মাছে কৃত্রিম জেলি ও অন্যান্য ভেজাল পদার্থ ইনজেকশনের মাধ্যমে পুশ করার সময় হাতেনাতে আটক করা হয়।
অভিযানে উপস্থিত থাকা ইউএনও মোঃ মোশারফ হোসাইন জানান, “জনস্বাস্থ্য রক্ষায় আমরা নিয়মিত মাঠে রয়েছি। খাদ্যে ভেজাল মেশানো একটি গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। যেখানেই ভেজালের তথ্য পাওয়া যাবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে।”
উল্লেখ্য, জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে মোঃ উদয়কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলেও জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.