Nabadhara
ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের মাদারগঞ্জে একই জমি দুই পক্ষের নামে নামজারী

Link Copied!

শাহরিয়ার হাসান উল্লাস, জামালপুর প্রতিনিধি

সুপ্রীম কোর্টের রায় অবমাননা করে জামালপুরের মাদারগঞ্জে একই জমি দুই পক্ষের নামে নামজারীর ঘটনা ঘটেছে। আর এর প্রতিবাদ করায় ভুক্তভোগীদের হামলার হুমকি দিয়েছে একটি পক্ষ। এসবের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। সকালে উপজেলার বালিজুড়ী বাজার এলাকায় ভুক্তভোগীর ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সকল স্বজনদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সুমন আহাম্মেদ নামে একজন ভুক্তভোগী।

এসময় তিনি বলেন- ১৯৬০ সাল থেকে বালিজুড়ী এলাকার ৩৮ শতাংশ জমিতে বসবাস করে আসছে তার পূর্বপুরুষ। সেই জমি ১৯৮৬ সালে মো: ইস্রাফিল শেখের নামে ভূমিহীন হিসেবে রেজিস্ট্রি কবুলিয়ত করে বাংলাদেশ সরকার। কিন্তু সেই জমি নিজেদের বলে দাবি করে ২০০৭ সালে মামলা করে একটি পক্ষ। সেই মামলায় ইস্রাফিল শেখের ওয়ারিশদের পক্ষে রায় দেন নিম্ন আদালত, উচ্চ আদালত ও সুপ্রীম কোর্ট। সেই রায় অবমাননা করে একটি চক্রের সাহায্যে চলতি বছরের জুলাই মাসের ১৮ থেকে ২০ তারিখের মধ্যে সাড়ে ২৮ শতাংশ জমি নামজারী করা হয় প্রতিপক্ষ চারজনের নামে। এতে একই জমি দুই পক্ষের নামে নামজারী করা হয়। সেই সময় মাদারগঞ্জে বালিজুড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পদে সাদেকুর রহমান, সাব-রেজিষ্টার পদে মো: আবু কালাম, সহকারি কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা দায়িত্বে ছিলেন। বর্তমানে সাব রেজিষ্ট্রার বাদে সকলে বদলি হয়েছেন অন্যত্র। সুমন অভিযোগ করে বলেন- ‘সেই জমির ২২.৭৫ শতাংশ অধিগ্রহন সম্পন্ন হলেও অর্থ আত্মসাতের পায়তারা করছে সেই চক্রটি। পুরো বিষয় নিয়ে জেলা প্রশাসক হাছিনা বেগমের কাছে ১১ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দিয়েছেন তারা। আর এসবের প্রতিবাদ করায় ৩০ সেপ্টেম্বর তাদেরকে প্রাণনাশের হুমকি দেন প্রতিপক্ষরা। পরে মাদারগঞ্জ থানায় সাধারন ডায়েরী করেছে তারা। তাই সকল সমস্যা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।

এসব বিষয়ে জানতে মাদারগঞ্জ উপজেলা সাব রেজিষ্ট্রার মো: আবু কালামকে ফোন দেয়া হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন-‘ আমরা একটি জিডি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’

মাদারগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন – ‘নায়েব সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেয়ার পর নামজারী করা হয়। তবে অনলাইনের মাধ্যমে বন্ধের দিন বা কম সময়ের মধ্যে নামজারী করা যায়। এখন আদালতের রায় থাকার পরেও নামজারীর বিষয়টি আমার জানা নেই। কারন তখন আমি ছিলাম না। এখন ভুক্তভোগী পরিবার আমাকে বিষয়টি জানালে আমি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

’ মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ বলেন-‘বিষয়টি আমি অবগত নয়। আপনার কাছ থেকেই মাত্র জানতে পারলাম। আর এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন-‘ভুক্তভোগী পরিবার আমার কাছে আসলে আমি পুরো বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। ’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।