রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার একদিনের মধ্যেই তা প্রত্যাহার করেছেন হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম। বিষয়টি শনিবার জানাজানি হলে সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়, আর রবিবার প্রকাশিত হয় প্রত্যাহারের খবর।
গত ৯ অক্টোবর তারিখে পরিচালকের স্বাক্ষরে প্রথম এক অফিস আদেশে বলা হয়, অনুমতি ছাড়া কিছু মিডিয়াকর্মী হাসপাতালের ভেতরে রোগীদের ছবি তোলেন, যা ‘কাম্য নয়’। এতে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে এবং রোগী ও চিকিৎসক উভয়েই ‘হয়রানির শিকার হচ্ছেন’ বলে চিঠিতে উল্লেখ ছিল।
এ নির্দেশ জারির পর খুলনার সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু হেনা মোস্তফা জামাল পরিচালকের আদেশের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান। আইনজীবী বাবুল হাওলাদারের মাধ্যমে পাঠানো ওই নোটিশে বলা হয়, সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ ‘সংবিধান ও প্রচলিত আইনের পরিপন্থী’।
এরপর একই তারিখে (৯ অক্টোবর) পরিচালকের স্বাক্ষরে আরেকটি চিঠি প্রকাশ পায়, যেখানে আগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। নতুন চিঠিতে উল্লেখ করা হয়, হাসপাতালে প্রতিদিন প্রায় দুই হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন। তাই সেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সাংবাদিকরা যেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বা কর্মকর্তাকে অবহিত করে এবং সাংবাদিকতার নীতি-নৈতিকতা মেনে সংবাদ সংগ্রহ করেন।
প্রত্যাহার সংক্রান্ত চিঠিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
এদিকে, প্রত্যাহারের খবর প্রকাশিত হওয়ার আগে শনিবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় খুমেক হাসপাতালের পরিচালকের আচরণের তীব্র নিন্দা জানানো হয় এবং তাঁর অপসারণের দাবি তোলা হয়।