জামালপুর প্রতিনিধি
৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টে জামালপুর সদর উপজেলার পক্ষে তিরুথা সত্যপীর উচ্চবিদ্যালয় ফাইনাল খেলায় জয়লাভ করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।
ট্রাইব্রেকারে ৪-২ গোলে বকশিগঞ্জ উপজেলা দলকে হারিয়ে জামালপুর সদর উপজেলা দল জয়লাভ করে।
বিকাল ৪ টায় জামালপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম শুরু হওয়া ৫০ মিনিটের নির্ধারিত খেলায় ১-১ গোলে সমতা থাকায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়।
তিরুথা সত্যপীর উচ্চবিদ্যাল জামালপুর পৌরসভা ও সদর উপজেলা পর্যায়েও অপরাজিত চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হাছিনা বেগম।
জেলা শিক্ষা কর্মকর্তা সামছুল আলমের সভাপতিত্বে অনু্ষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম পিপিএম, সিভিল সার্জন ডাঃ আজিজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালন করেন সিংহজানি বহুমূখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান।
আগামী ১৫ অক্টোবর বিভাগীয় পর্যায়ে খেলায় জামালপুর জেলা দলের হয়ে তিরুথা সত্যপীর উচ্চবিদ্যালয় শেরপুর জেলা দলের সাথে খেলবে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.