Nabadhara
ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এবং তালা ফায়ার সার্ভিস স্টেশনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন।
নির্দেশনামূলক বক্তব্য দেন তালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সরদার আব্দুল হান্নান।

এছাড়াও আলোচনায় অংশ নেন—তালা উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সায়ফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, এবং তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম প্রমুখ।

আলোচনা সভায় দুর্যোগের পূর্বপ্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি, এবং দ্রুত প্রতিক্রিয়ার উপর গুরুত্বারোপ করা হয়। ফায়ার সার্ভিসের মহড়ায় অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ক বাস্তব প্রশিক্ষণ প্রদর্শন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।