Nabadhara
ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ন্যায় বিচারে আইনজীবী ও বিচারকদের বিচক্ষণ হতে হবে -ফরিদপুরে বিচারপতি রেজাউল হাসান

ফরিদপুর প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি


ন্যায় বিচার নিশ্চিত করা কঠিন ও দায়িত্বপূর্ণ কাজ — এজন্য বিচারক ও আইনজীবীদের বিচক্ষণ, ধৈর্যশীল ও পরিশ্রমী হতে হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ রেজাউল হাসান।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিচারপতি রেজাউল হাসান বলেন, “ভালো বিচারক হতে হলে উভয় পক্ষের বক্তব্য মনোযোগ সহকারে শুনতে হবে এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে রায় দিতে হবে। আইনজীবীদের প্রতি আমার অনুরোধ, আপনারা যেন মিথ্যা সাক্ষীদের সহায়তা না করেন।”

তিনি আরও বলেন, “বর্তমানে নিজের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা ভয়াবহভাবে বেড়েছে, যা এক ধরনের সামাজিক মহামারি। এসব অপরাধের বিরুদ্ধে আইনজীবী ও বিচারকদের যৌথভাবে অবস্থান নিতে হবে, যাতে সবার কাছে একটি শক্ত বার্তা পৌঁছে যায়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. খন্দকার লুৎফর রহমান পিলু।
বক্তব্য রাখেন — জেলা ও দায়রা জজ জিয়া হায়দার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক ইকবাল, অ্যাড. মানিক কুমার মজুমদার, অ্যাড. গোলাম রব্বানী ভূঁইয়া রতন, অ্যাড. আলী আশরাফ নান্নু প্রমুখ।

আইনজীবীরা তাদের বক্তব্যে জানান, বর্তমানে ফরিদপুর জেলা আদালতে পর্যাপ্ত সংখ্যক বিচারক থাকায় সালথা, নগরকান্দা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার মামলা জেলা আদালতে স্থানান্তরের দাবি জানান তারা।

তারা আরও জানান, ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর বার বাংলাদেশের প্রাচীন আইনজীবী সংগঠনগুলোর একটি। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ও ল্যান্ড সার্ভে আদালত চিফ জুডিশিয়াল ভবনে স্থানান্তরের জন্য বিচারপতি রেজাউল হাসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আইনজীবীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মৃধা। অনুষ্ঠানে জেলার আইনজীবী ও বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।