আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে আশাশুনি উপজেলায় বনজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে ‘ইয়োথ ফর দ্যা সুন্দরবন’।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। তিনি কর্মশালায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং বনজীবীদের পরিবেশবান্ধব জীবনযাত্রা গঠনে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে রূপান্তর-এর জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া বিষয়ভিত্তিক একটি শিক্ষণীয় ভিডিও চিত্র প্রদর্শন করেন।
এছাড়া আলোচনায় অংশ নেন উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামান, আশাশুনি প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, ‘জার্নালিজম ফর সুন্দরবন’ সাতক্ষীরা জেলা কমিটির উপদেষ্টা জি এম মুজিবুর রহমান, ইয়োথ ফর দ্যা সুন্দরবনের উপজেলা আহ্বায়ক কর্ণ বিশ্বাস কেডি, যুব ফোরামের সদস্য আসাদুল্লাহ আল মাসুদ, দেলোয়ার হোসেন ও শিউলি মণ্ডল।
কর্মশালায় সুন্দরবন-নির্ভর জীবনযাপনকারী মধু আহরণকারী, গোলপাতা ও কাঠ সংগ্রাহক এবং মৎস্যজীবীরা অংশ নেন। তারা নিজেরা কীভাবে সুন্দরবনের ওপর নির্ভরশীল, এবং পরিবেশ দূষণের কারণে কীভাবে প্রভাবিত হচ্ছেন, সে বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্থানীয়ভাবে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টি এবং সম্মিলিত উদ্যোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.