খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের লাঠিপেটার প্রতিবাদে দিনাজপুরের খানসামায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে পুলিশের লাঠিপেটায় একাধিক শিক্ষক আহত হয়েছেন, যা ন্যক্কারজনক ও অমানবিক। দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে নিয়োজিত শিক্ষক সমাজকে দমন করে তাদের ন্যায্য দাবি রোধ করা যাবে না।
তারা আরও বলেন, শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ২০%, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন করতে হবে। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তারা।
বক্তারা ঢাকায় সংঘটিত হামলার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন — খানসামা উপজেলা শিক্ষক আন্দোলন সমন্বয়ক কমিটির আহ্বায়ক শাহারিয়া জামান শাহ নিপুন, যুগ্ম আহ্বায়ক আ. স. ম. গোলাম কিবরিয়া ও মো. মন্টু ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী জিন্না, আঃ বারী, আবু হায়াত মো. নূর, আবু রায়হান, আমিনুল ইসলাম, মৃতুঞ্জয় রায়, শাহ মো. ময়নুল (মানু), সাজ্জাদ হোসেন, জুয়েল রানা, গোলাম রাশেদ চৌধুরী, ওসমান গণি ও আঃ হাইসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারী নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষকদের ন্যায্য অধিকার ও সুবিধা নিশ্চিত করা দেশের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি আগামী প্রজন্ম গঠনের জন্য অপরিহার্য। প্রয়োজন হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলেও ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.