ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুরে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ কেজি ইলিশ জব্দ করা হয়। এসময় মা ইলিশ শিকার করার অপরাধে ৭ জন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) রাতে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পদ্মা নদীর বিভিন্ন এলাকায় রাত ৮টা থেকে রাত ২টা পর্যন্ত চলে। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ এই অভিযানে অনেক জেলে জাল ফেলে পালিয়ে গেলেও ৭ জনকে আটক করা হয়। পরে জব্দ করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ এবং জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও সংরক্ষণ আগামী ২৫ অক্টোবর পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।”
তিনি আরও জানান, “ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নদী ও সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা কার্যকর রাখতে অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.