Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় বসতবাড়ি জমি নিয়ে বউ-শ্বাশুড়ীকে মারধরের অভিযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে মুন্নি বেগম (২৫) ও রহিমা বেগম (৪৮) নামে বউ-শ্বাশুড়ীকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনা ঘটেছে সোমবার বিকেলে উপজেলার কুশলা ইউনিয়নের টিহাটী গ্রামে।

 

মুন্নি বেগম বাদী হয়ে কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, টিহাটী গ্রামের হাফিজ সরদারের ছেলে ছামিউল সরদার (৩০) ও একই গ্রামের লিয়াকত শেখের ছেলে হাসান শেখ (৩৪) দীর্ঘদিন ধরে বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধে জড়িয়ে ছিলেন। এ বিরোধের জেরে ছামিউল সরদার লোকজন নিয়ে হাসান শেখের মা রহিমা বেগম ও তার স্ত্রী মুন্নি বেগমকে মারধর করেন।

 

মুন্নি বেগম অভিযোগ করেন, “সোমবার সন্ধ্যায় ছামিউল সরদার ও তার লোকজন আমাদের বাড়িতে ঢুকে আমাকে ও আমার শ্বাশুড়ীকে মারধর করে ঘরে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।”

 

অন্যপক্ষের দাবি, হাসান শেখের মা কহিনুর বেগম বলেন, “আমরা তাদেরকে মারধর করিনি। হাসান শেখ জোর করে আমাদের জায়গায় বেড়া দিয়েছে। তাদের অভিযোগ মিথ্যা।”

 

কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার জানান, ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করা হয়েছে। তিনি বলেন, “একপক্ষের অভিযোগ পাওয়ার পর তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।