ফরিদপুর প্রতিনিধি
“সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্বে বিনির্মাণে – মান” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্বমান দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ফরিদপুর জেলা প্রশাসন ও বিএসটিআই-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গফুর, সিভিল সার্জন মাহমুদুল হাসান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর ও রাজবাড়ীর বিভিন্ন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, “উন্নত দেশের পণ্যের মান আমরা সহজে বিশ্বাস করি। আমাদের দেশি পণ্যের মান উন্নয়নে বিএসটিআইকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। খাদ্য ও ভোগ্যপণ্যের মান নিয়ন্ত্রণ করা এবং সাধারণ জনগণ যাতে তাদের কষ্টার্জিত টাকার বিনিময়ে মানসম্মত পণ্য পায়, সেই বিষয়ে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।”