Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চিতলমারী উপজেলা চ্যাম্পিয়ন

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
অক্টোবর ১৪, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী

জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জেলার মধ্যে ফুটবল টুর্নামেন্টে চিতলমারী সরকারি সামচুন্নেছা (এস.এম.) মডেল উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 

খেলায় ১-০ গোলে মোড়েলগঞ্জ এসসি লাহা পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চিতলমারী সরকারি সামচুন্নেছা (এস.এম.) মডেল উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।

 

চিতলমারী সরকারি সামচুন্নেছা মেমোরিয়াল (এস.এম.) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তাপস কুমার খান জানান, জেলার ৯টি উপজেলার ৯টি মাধ্যমিক বিদ্যালয় জেলা পর্যায়ে অংশগ্রহণ করেছে। সোমবার ফাইনাল খেলায় চিতলমারী সরকারি সামচুন্নেছা মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয় জেলার মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আগামীতে তাদের বিদ্যালয়ের বিজয়ী দল খুলনা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।

 

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন জানান, ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জেলার চূড়ান্ত খেলায় চিতলমারী সামচুন্নেছা (এস.এম.) মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। আগামীতে তারা বিভাগীয় পর্যায়ে খেলবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।