ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের মোহনায় ছোট ফেনী নদীর ওপর মুছাপুর রেগুলেটর নির্মাণের দাবিতে চট্টগ্রামস্থ সোনাগাজী সমিতি মঙ্গলবার (১৪ অক্টোবর) ফেনী জেলা প্রশাসককে স্মারক লিপি প্রদান করেছে।
স্মারক লিপি জেলা প্রশাসক সাইফুল ইসলাম এর হাতে তুলে দেন চট্টগ্রামস্থ সোনাগাজী সমিতির সিনিয়র সহসভাপতি সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল এবং সাংগঠনিক সম্পাদক নুরুল আফছার তৌহিদ।
স্মারক লিপিতে বলা হয়েছে, ২০২৪ সালের ২৬ জুন ভারতের ছেড়ে দেওয়া বন্যার পানির প্রবল চাপের কারণে মুছাপুর রেগুলেটর নদীতে বিলীণ হয়ে গেছে। এর ফলে ফেনী জেলার সোনাগাজী, দাগনভুঞা এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জের হাজারো মানুষের ঘরবাড়ি, সড়ক, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, পুল ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া, কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর, চরহাজারী, চরপার্বতী এবং সোনাগাজী উপজেলার চরচান্দিয়া, চরদরবেশ, চরমজলিশপুর, নবাবপুর ও দাগনভুঞা উপজেলার বিস্তীর্ণ এলাকা নদীতে ভাঙনের শিকার হচ্ছে। সমিতি জানিয়েছে, দ্রুত রেগুলেটর নির্মাণ না হলে উক্ত দুটি জেলার বৃহৎ এলাকা নদীতে তলিয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.