আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপনের লক্ষ্যে তারুণ্য মেলা উদ্বোধন ও তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৪ অক্টোবর সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্ত মঞ্চে তারুণ্যের মেলা উদ্বোধন পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান, সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অরোক কুমার ব্যানার্জী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির কমান্ডার আব্দুল বারী মোল্লা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী ও উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা আরডিও সন্দীপ কুমার মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটার সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য রায়হান কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ইমরান বাশার, দরদির উপজেলা শাখার ছাত্র নেত্রী তাসনিম আরাসহ প্রমুখ। কর্মশালা তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ গঠন ও ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তরুন সমাজের ভূমিকা উল্লেখ করা হয়। বক্তারা আগামীর বাংলাদেশ বির্নিমানে তাদের মেধা, শক্তি ও কর্ম দ্বারা পরিচালিত করবে এই আশাবাদ ব্যক্ত করেন।