এস আই মল্লিক, ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় মেহেদী হাসান হৃদয় (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলার কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, গত রোববার রাতে উপজেলার আউশিয়া গ্রামের কলেজছাত্র মেহেদী হাসান হৃদয়কে সাপে কামড় দিলে পরিবার দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দেরিতে অ্যান্টিভেনম প্রয়োগ করেন। এতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসকের অবহেলার কারণেই স্বেচ্ছাসেবী তরুণ মেহেদী হাসান হৃদয়ের মৃত্যু হয়েছে। তারা দায়িত্বহীন চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের দাবি জানান।
এসময় বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন উপস্থিত হয়ে বলেন, “সাপে কামড়ানো রোগীর মৃত্যুর কারণ তদন্তের মাধ্যমে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ডা. রাশেদের আশ্বাসে আন্দোলনকারীরা সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করেন। তবে তারা সতর্ক করে বলেন, দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.