আব্দুল জলিল, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা ৬৭ জন চরমপন্থীকে পুনর্বাসনের আওতায় গরু ও খামার হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার দেলুয়াকান্দি গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে ৫৬ শতক জমির ওপর নির্মিত ক্যাডেল সেড, ভার্মি কম্পোস্ট সেড, হারভেস্টার মেশিন সেড এবং ডেইরি কেয়ার সেডের উদ্বোধন করা হয়। একইসাথে, ৪৮টি গরু হস্তান্তর করা হয় আত্মসমর্পণকারীদের মাঝে।
পুনর্বাসন প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩০ লাখ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গনপতি রায়, জেলা এনএসআই-এর উপ-পরিচালক মাকসুদুল হাকিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মনজুরে মাওলা, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অনেকে।
আত্মসমর্পণ করা এসব চরমপন্থী এখন স্বাভাবিক জীবনে ফিরে এসে সমাজের মূলধারায় যুক্ত হতে চাচ্ছেন। সরকারের এ ধরনের উদ্যোগ তাদের জন্য নতুন জীবন শুরুর একটি বড় সুযোগ হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.