মোঃমিজানুর রহমান, কাল কিনি - ডাসার( মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও নৃশংসভাবে শারীরিক নির্যাতনের অভিযোগে দোষীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার সকালে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে সদর উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের ঘটকচর বাজারে বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত (২৭ সেপ্টেম্বর) সদর উপজেলার ঘটকচর এলাকার বশির সরদারের ছেলে সোহাগ সরদারের বাড়ির ভাড়াটিয়া ইতালি প্রবাসীর স্ত্রীকে কৌশলে তার গেস্টরুমে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের চিত্রটি মোবাইলে ভিডিও ধারন করে পরে ভিডিওটি তার প্রবাসী স্বামীর কাছে পাঠিয়ে দিবে বলে একাধিকবার ওই নারীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করেন।
এরপরে (১ অক্টোবর) সোহাগ সরদারের ছোট ভাই জসিম সরদারসহ আরও কয়েকজন পরকীয়ার অপবাদ দিয়ে ওই নারীর কক্ষে প্রবেশ করে তাকে মারধর করেন। একপর্যায়ে তারা গরম খুন্তি দিয়ে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দেয়। পরে পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় নির্যাতিত নারীর মা মুর্শিদা বেগম বাদী হয়ে সোহাগ সরদারসহ সাত জনের নামে মাদারীপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী নারী বলেন, সোহাগ ও তার পরিবারের সদস্যরা আমার শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়েছে। ওরা আমার উপর অমানবিক নির্যাতন চালিয়েছে। আমি সরকারের কাছে তাদের বিচার চাই। আমার দাবি—ওদের ফাঁসি দেওয়া হোক, যাতে আমার মতো আর কোনো নারীর সঙ্গে এমন ঘটনা না ঘটে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.