আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা নীতিমালা উপেক্ষা করে গেজেট প্রকাশিত হওয়ায় উহা বাতিলের দাবীতে শ্যামনগরে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৪ টায় শ্যামনগর মাইক্রোস্ট্যান্ড চত্বরে শ্যামনগর নাগরিক উন্নয়ন ফোরামের আয়োজনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তরা বলেন, পৌরসভার নীতিমালা উপেক্ষা করে অবৈধভাবেই শ্যামনগর পৌরসভা গঠন করা হয়েছে। পৌরসভা এলাকায় ৫০ হাজার জন সংখ্যা নেই, শিল্পকলকারখানা নেই, পর্যাপ্ত কৃষি জমি, অনুন্নত এলাকা থাকা স্বত্তেও শ্যামনগর পৌরসভা গঠনে প্রশ্নবিদ্ধ দেখা দিয়েছে।বিগত আওয়ামীলীগ সরকারের আমলে
পৌরসভার নীতিমালা ভঙ্গ করে দরিদ্র এলাকায় চাপিয়ে দেয়া এ পৌরসভা শ্যামনগরবাসী মেনে নিতে পারছেন না। অবিলম্বে শ্যামনগর পৌরসভা বাতিল করতে হবে- এ দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী করা হয়।
শ্যামনগর নাগরিক উন্নয়ন ফোরামের আহবায়ক তামিম আহসানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবক সাবেক শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, আলহাজ্ব হাবিবুর রহমান, প্রধানশিক্ষক জয়দেব বিশ্বাস ও ইয়াছিন
আরাফাত প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন আল মাছুম বিল্লাহ। গণ সমাবেশে কয়েক হাজার লোক উপস্থিত থেকে শ্যামনগর পৌরসভা বাতিলের দাবীতে একাত্মতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.