Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ২৫

রাশেদ হাসান, কাশিয়ানী(গোপালগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৫ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

রাশেদ হাসান, কাশিয়ানী(গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে ঘটনাস্থলেই হেলপার নাইম নিহত হয়, এতে আহত হয় প্রায় ২৫ জন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধা সাতটার ঢাকা খুলনা মহাসড়ক এর উপজেলার রাতইল ইউনিয়নের হর্টিকালচার সেন্টারের সামনে আরমান নামের একটি যাত্রীবাহী পরিবহন বাস (রেজি. নং ঢাকা মেট্রো ব-১৫-৩৬৫০) নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে,

কাশিয়ানী আর্মি ক্যাম্প, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও খুলনা মেডিকেলে রেফার করা হয়।

জানাযায় আহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য (কনস্টেবল নং ৩৯৫ আল-আমিন ও এএসআই (স:) খাইরুল, দুজনই আরআরএফ ঢাকা কর্মরত) এবং একজন অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্য ছিলেন বলে জানা গেছে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান-বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং মৃতদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে সংরক্ষিত। বর্তমানে যান চলাচল স্বাভাবিক,এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।