Nabadhara
ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ধর্মের মোড়কে ভোটের রাজনীতি করছে জামায়াত–আজিজুল বারী হেলাল

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৫ ৮:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আজিজুল বারী হেলাল বলেছেন, “জামায়াত ইসলামী ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনীতি করছে। জান্নাতের টিকিটের কথা বলে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে ঘরে ঘরে ভোট প্রার্থনা করছে তারা। এতে মানুষ বিভ্রান্ত হচ্ছে।”

তিনি বলেন, “নির্বাচনে নিজেদের পরাজয় নিশ্চিত জেনে জামায়াত প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিকে উপেক্ষা করছে। তারা এমন এক নির্বাচনী প্রক্রিয়ার দাবি তুলছে, যা সাধারণ মানুষ বুঝে না এবং তা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্যও হুমকিস্বরূপ।”

মঙ্গলবার (১৪ অক্টোবর) খুলনার রূপসা ডিগ্রি কলেজ মিলনায়তনে নৈহাটী ইউনিয়নের ১, ২, ৩, ৪ ও ৫নং ওয়ার্ড মহিলা দল আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজিজুল বারী হেলাল আরও বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নারীর নিরাপত্তা, মর্যাদা ও সামাজিক অবস্থান উন্নয়নে যুগোপযোগী কর্মসূচি বাস্তবায়ন করবে। মহিলা নেত্রীদের উদ্দেশে তিনি বলেন, “তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচি গ্রামে-গঞ্জে, তৃণমূলের নারীদের কাছে পৌঁছে দিতে হবে। এই কর্মসূচিতেই রয়েছে নারীর অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক অংশগ্রহণের দিকনির্দেশনা।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রোকছানা, এবং সঞ্চালনা করেন উপজেলা যুব মহিলা দলের সদস্য সচিব শারমিন আক্তার আঁখি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপসা উপজেলা বিএনপির আহবায়ক সাইফুর রহমান মোল্লা, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজ হোসেন, এমএ সালাম ও আছফুর রহমান।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহবায়ক ইলিয়াজ হোসেন, হুমায়ূন কবীর, রবিউল ইসলাম রবি, আনসার আলী বিশ্বাস, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শাহানাজ ইসলাম, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম দিদার, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা বেগম, বিএনপি নেতা মিকাইল বিশ্বাস, আবদুল বারেক শেখ, শাহ আলম ভূইয়া, শামীম হাসান, শ্রমিক দল নেতা ইউনুছ গাজী, মাসুম বিল্লাহ, সাবেক ছাত্রনেতা শাহ জামান প্রিন্স, শ্রমিক দল নেতা জালাল হাওলাদার, বিএনপি নেতা আতাহার গাজী, লাভলু শেখ ও সাইফুল্লাহ তুহিন প্রমুখ।

সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে আসন্ন জাতীয় নির্বাচনে দলের প্রস্তুতি, সংগঠন সম্প্রসারণ ও মাঠপর্যায়ের প্রচার কৌশল নিয়ে আলোচনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।