Nabadhara
ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নদী ভাঙ্গন রোধে সাকশন পদ্ধতির ড্রেজার বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার নড়াইল
অক্টোবর ১৫, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার নদী ভাঙ্গন রোধে অবৈধ সাকশন পদ্ধতিতে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন বন্ধে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। মঙ্গলবার(১৪অক্টোবর) বিকালে কালিয়া উপজেলার বাবরাহাচলা ইউনিয়নের শুক্তগ্রামের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এ নির্দেশ প্রদান করেন। এ সময় পানি উন্নয়ন বিভাগ নড়াইলের নির্বাহী প্রকৌশলী অভিজীৎ কুমার সাহাসহ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে,কালিয়া উপজেলার বাবরা হাচলা এলাকায় নবগঙ্গা নদীতে সরকারি বালু মহলের আশে পাশে অবৈধ সাকশন পদ্ধতিতে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহার ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা অভিজীৎ কুমার সাহা ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন কালে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। তাঁদের দুঃখ–কষ্ট ও দুর্দশার কথা শোনেন এবং নদী ভাঙন থেকে জনগণ কে রক্ষার বিষয়ে আশ্বস্ত করেন। একই সাথে ভাঙ্গন ঝুঁকিতে থাকা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় চলমান জরুরি ও অস্থায়ী প্রতিরক্ষা কাজ পরিদর্শন করেন।

পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী অভিজীৎ কুমার সাহা বলেন, শুক্তগ্রাম নদী ভাঙ্গন প্রবণ এলাকার পাশের নবগঙ্গা নদীতে সরকারের বালু মহল আছে। বালু মহলের বাহিরে থেকে অবৈধ সাকশন পদ্ধতির ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ফলে শুক্তগ্রাম এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। জেলা প্রশাসক মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ সাকশন পদ্ধতির ড্রেজার বন্ধের নির্দেশ প্রদান করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।