Nabadhara
ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে পদ্মায় মা ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকার করার দায়ে ২২ জন জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ অক্টোবর) ভোরে সদরপুর উপজেলা প্রশাসনের পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

 

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান, ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ আহরণের দায়ে ২২ জন জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

অভিযানে আনুমানিক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যা তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া ২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে ‘পূর্ব শ্যামপুর মাদ্রাসা’ এবং ‘দশহাজার মাদ্রাসা’-তে বিতরণ করা হয়।

 

ইউএনও জাকিয়া সুলতানা বলেন, “মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এই কার্যক্রম চলমান থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।