Nabadhara
ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে বিশ্ব হাত ধোওয়া দিবস পালিত

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

“হাত ধোওয়ার নায়ক হোন” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব হাত ধোওয়া দিবস-২০২৫ পালন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব-উল-আহসান। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাসুমা মমতাজ, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন, উপজেলা ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, গরজড়িপা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজুল ইসলাম।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিতভাবে সাবান ও পানি দিয়ে সঠিকভাবে হাত ধোয়া ব্যক্তিগত স্বাস্থ্য ও সমাজের সার্বিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা স্কুল-কলেজসহ সকল পর্যায়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।