জয়পুরহাট প্রতিনিধি
“হাত ধোয়ার নায়ক হোন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ আয়োজনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক শামিমা আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাহিদ নাজনীন ডেইজী, পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবিদ আবদুল্লাহ এবং জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন।
বক্তারা বলেন, সঠিক নিয়মে হাত ধোয়া সংক্রামক রোগ প্রতিরোধের সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য পরিবার, বিদ্যালয় ও কর্মক্ষেত্রে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন।