স্টাফ রিপোর্টার নড়াইল
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেরুয়ারিতে নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিসহ ৫ দফা দাবিতে নড়াইলে জামায়াতে ইসলামীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৫অক্টোবর)সকাল সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল শহরের আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন, নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, নড়াইল-২আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জামিরুল হক টুটুল,জেলা কার্যকরি পরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসেন সহ প্রমুখ। এসময় জেলা-উপজেলা-পৌর জামায়াত এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মিসহ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন,জুলাই জাতীয় সনদের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য,নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনই দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান দিতে পারে। জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সরকার কে দ্রæত নির্বাচন ঘোষণা করতে হবে।
৫ দফা প্রধান দাবিসমূহ,জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন,উভয় কক্ষে দুই সংসদে পিআর পদ্ধতি চালু করা,অবাধ এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরচারী সরকারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।