Nabadhara
ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ দফা দাবিতে নড়াইলে জামায়াতের মানববন্ধন

স্টাফ রিপোর্টার নড়াইল
অক্টোবর ১৫, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার নড়াইল

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেরুয়ারিতে নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিসহ ৫ দফা দাবিতে নড়াইলে জামায়াতে ইসলামীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৫অক্টোবর)সকাল সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল শহরের আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন, নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, নড়াইল-২আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জামিরুল হক টুটুল,জেলা কার্যকরি পরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসেন সহ প্রমুখ। এসময় জেলা-উপজেলা-পৌর জামায়াত এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মিসহ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন,জুলাই জাতীয় সনদের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য,নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনই দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান দিতে পারে। জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সরকার কে দ্রæত নির্বাচন ঘোষণা করতে হবে।

৫ দফা প্রধান দাবিসমূহ,জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন,উভয় কক্ষে দুই সংসদে পিআর পদ্ধতি চালু করা,অবাধ এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরচারী সরকারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।