সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)
‘Be a Hand Washing Hero’ বা “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় বুধবার (১৫ অক্টোবর) বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর মাধ্যমে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়, যেখানে হাত ধোয়া প্রদর্শনী এবং সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক অফিসার রীতা রানী পাল, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাইমিনুল ইসলাম, রুমেলা খাতুন, উপজেলা তথ্য কর্মকর্তা সিরাজুম মুনিরা, প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, অফিস সহকারী ফখরুল ইসলাম ও অফিস সহায়ক মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয় এবং ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্য রক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।