মো.জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী গ্রামে স্থানীয় আদালতের রায় উপেক্ষা করে সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে প্রতিবেশী লতিফ মৃধার ছেলে ফয়েজ ও ইকবাল মৃধার বিরুদ্ধে। অভিযোগ করা হয়েছে, তারা বিজ্ঞ আদালতের রায় অমান্য করে ভুক্তভোগী শেখ আবুল হোসেনের ৪৩ শতক জমি দখল করার চেষ্টা করেছেন।
ভুক্তভোগী শেখ আবুল হোসেন জানান, দীর্ঘ ৫০ বছর ধরে তিনি দলিলমূলে ক্রয়কৃত এই জমিতে বসবাস ও ফলজ গাছ লাগিয়ে ভোগদখল করছেন। সম্প্রতি রাস্তার দক্ষিণ পাশে থাকা ইকবাল ও ফয়েজ মৃধা ওই জমি তাদের দাবি করে এবং জোরপূর্বক গাছের নারিকেল তুলে নিয়ে গেছে। তিনি অভিযোগ করেন, বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও চেয়ারম্যানের নিকট জানানো হলেও কোনো বিচার হয়নি। পরবর্তীতে আদালতে মামলা করে তিনি রায় পেয়েছেন। তবুও অভিযুক্তরা আদালতের রায় মানছে না এবং হুমকি ও মারধর চালাচ্ছে।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াজ বিশ্বাস, অভিযুক্ত ইকবাল মৃধার বড় ভাই সহিদ মৃধা, সামাজিক ব্যক্তি নাজির মোল্যা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মোকসেদুল হক এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তারা জানান, আবুল হোসেনের জনবল কম থাকায় প্রতিপক্ষ শক্তিশালী হওয়ায় সঠিক বিচার পাচ্ছেন না। তবে তারা আশাবাদ প্রকাশ করেছেন যে, ভুক্তভোগী ন্যায্য বিচার পাবেন।
অভিযুক্ত ইকবাল মৃধার ছেলে রিয়াজ মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, “আবুল হোসেন যে দাগের বিরুদ্ধে মামলা করেছেন, সেটি আমাদের জমি নয়। নালিশি জমি হচ্ছে ৩৩১৯ নং দাগের। আমরা শুধু হয়রানি সহ্য করছি।”