Nabadhara
ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় “হাত ধোয়ার অভ্যাসে নায়ক হও” প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

“হাত ধোয়ার নায়ক হও” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বুধবার (১৫ অক্টোবর) বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

 

উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসের কর্মসূচি শুরু হয় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে। র‌্যালিতে কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

 

র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। সভায় বক্তারা বলেন, “হাত ধোয়া শুধু অভ্যাস নয়, এটি জীবন রক্ষাকারী কর্ম। নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব।” ইউএনও রাসেল ইকবাল বলেন, “হাত ধোয়া সচেতন নাগরিকের পরিচয়। শিশুদের মধ্যে এ অভ্যাস গড়ে তুললে ভবিষ্যৎ প্রজন্ম আরও সুস্থ সমাজ গড়ে তুলবে।”

 

এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় হাত ধোয়ার প্রায়োগিক (প্র্যাকটিক্যাল) প্রদর্শনী, যেখানে তারা সঠিক হাত ধোয়ার কৌশল অনুশীলন করেন।

 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, ইপিআরসি এনজিও’র ম্যানেজার মোঃ মোবারক হোসেন, মনিটরিং কর্মকর্তা মোঃ মাহামুদুন নবী সরকার এবং ইউনিয়ন সুপারভাইজার সাধন কুমার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।