Nabadhara
ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিআর পদ্ধতির দাবিতে ফরিদপুরে জামায়াতের একযোগে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

পিআর (প্রোপোরশনাল রিপ্রেসেন্টেশন) পদ্ধতি জাতীয় সনদের সঙ্গে অন্তর্ভুক্ত করে গণভোটের মাধ্যমে বাস্তবায়নের দাবিতে এবং আরও চার দফা দাবিতে ফরিদপুর শহরের বদরপুর মোড় থেকে টেপাখোলা পর্যন্ত ৫০টি পয়েন্টে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখা।

 

বুধবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান বক্তব্য রাখেন জেলা আমীর মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন। অন্যান্য নেতাদের মধ্যে বক্তব্য দেন সেক্রেটারি প্রফেসর আব্দুল ওহাব ও পৌর জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

 

সমাবেশে মাওলানা বদরুদ্দীন বলেন, “আমরা লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে চাই। আমরা জুলাই সনদের বাস্তবায়ন এবং পি আর পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা চাই। এটা শুধু জামায়াত ইসলামের দাবি নয়—এটি একটি জনদাবিতে রূপান্তরিত হয়েছে।” তিনি বক্তৃতায় বলেন, অতীতের মতো অনিয়ম-অপচেষ্টায় ভোটের ফলাফল গঠিত হলে তা জ tolerা হবে না; জনগণ সুষ্পষ্ট ও গ্রহণযোগ্য নির্বাচনের আশা রাখে।

 

আন্দোলনকারীদের দাবি ও বক্তব্যে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও অংশীদারিত্ব নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। কর্মসূচিতে জেলা ও শহর পর্যায়ের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।