Nabadhara
ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় ৫ লাখ টাকার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ জাল বিরোধী অভিযানে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৫ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল বিল থেকে উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 

মঙ্গলবার ও বুধবার উপজেলার গোপালপুর, ডুমুরিয়া ও কুশলী ইউনিয়নের মধুমতি নদী ও বিভিন্ন খাল-বিল থেকে মোট ১৩৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এসব জালের মোট দৈর্ঘ্য প্রায় ৩৫০০ মিটার বলে জানিয়েছে মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়।

 

পরে উদ্ধারকৃত জাল উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের বাজার মূল্য ৫ লাখ টাকা।

 

এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার প্রমূখ উপস্থিত ছিলেন।

 

টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ জাল বিরোধী অভিযানে দুইদিন ধরে বিভিন্ন বিল থেকে প্রায় ৩৫০০ মিটার চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা। পরে উদ্ধার করা জাল উপজেলা ও ইউনিয়ন পরিষদের চত্বরে পুড়িয়ে দেয়া হয়। দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।