জয়পুরহাট (কালাই) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ও বিএনপি নেতা মো. আব্দুল বারী গণসংযোগ শুরু করেছেন।
বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় কালাই উপজেলার পাঁচশিরা বাজারে সাধারণ মানুষ, শ্রমিক ও মজুরদের মধ্যে ৩১ দফা কর্মসূচি সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয় এবং ধানের শীষের পক্ষে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক আব্দুল আলিম, কেন্দ্রীয় যুবদল নেতা মেহেদী হাসান, জিন্দারপুর ইউনিয়ন বিএনপি নেতা সাজ্জাদুর রহমান, বিএনপি নেতা ফিরোজ কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল কাফিসহ আরও প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।