Nabadhara
ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় বুধবার (১৫ অক্টোবর ২০২৫) প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত বাস্তবায়ন কমিটির যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

 

সভায় স্বাগত বক্তব্য রাখেন যাচাই-বাছাই সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার। তিনি বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের প্রকৃত অবস্থা যাচাইয়ের মাধ্যমে সরকারি সেবা নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য। সমাজসেবা অধিদপ্তর সবসময় এই জনগোষ্ঠীর পাশে আছে।”

 

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. রাহাত ইসলাম, অফিসার্স ইনচার্জ মো. শাহজালাল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা খান সনিয়া এবং পৌর নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ প্রমুখ।

 

সভায় জানানো হয়, মোট ৮৫ জন প্রতিবন্ধী আবেদনকারীর মধ্যে ৬৫ জন উপস্থিত ছিলেন। যাচাই-বাছাই শেষে কমিটি ৫১ জনকে প্রকৃত প্রতিবন্ধী হিসেবে সনাক্ত করেছে।

 

সভাপতির বক্তব্যে ইউএনও রাসেল ইকবাল বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আমাদের লক্ষ্য, যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত প্রতিবন্ধীরা সরকারি সুবিধা পান। সহমর্মিতার নয়, অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা আমাদের দায়িত্ব।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।