নওগাঁ প্রতিনিধি
জাতীয় প্রেসক্লাবে শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের বর্বরোচিত হামলা ও তিন দফা বাস্তবায়নের দাবিতে নওগাঁর দুই উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলা বাসস্ট্যান্ডে ও ১০ টার দিকে জেলার নিয়ামতপুর উপজেলা চত্বরে এ মানববন্ধন করেন শিক্ষকরা।
পত্নীতলা এমপিওভুক্ত স্কুল, মাদরাসা, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কল্যাণ সমিতির উদ্যোগে ও মাদরাসা শিক্ষক-কর্মচারী সমিতি এর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, গত রোববার জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারীদের ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা আদায়ের কর্মসূচিতে শিক্ষকদের উপর পুলিশ বাহিনী ন্যাকারজনক হামলা করেছে। শিক্ষকদের উপর পুলিশি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় আমরা। সেইসাথে আমাদের তিন দফা দাবির দ্রুত প্রজ্ঞাপন চাই। ইতোমধ্যে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। এতেকরে শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পরেছে।
আমাদের এই চলমান আন্দোলনে শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে তার দায় সরকারের। আমরা চাই আজকের মধ্যে আমাদের যৌক্তিক দাবিগুলো সরকার মেনে নেবে। যদি আজ বিকেল ৪টার মধ্যে আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে আমরা এক দফা জাতীয়করণ আন্দোলন শুরু করবো এবং আমরা পত্নীতলা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ঢাকার আন্দোলনে যোগ দেবো।
মানববন্ধনে পত্নীতলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি ও খিরসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোরশেদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা এবং নিয়ামতপুর মাদরাসা শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে বালাতৈড় আহমদিয়া দাখিল সুপার মোস্তফা কামালের সভাপতিত্বে ও বড়িয়া দাখিল মাদরাসার সুপার আব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা।
শেষে দুই উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।