জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(জকসু) নির্বাচনে নিষিদ্ধ সংগঠনের অনুপ্রবেশ ঠেকাতে জোরদার থাকবে গোয়েন্দা নজরদারি। এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
আজ বুধবার (১৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জকসু নির্বাচন উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জকসু নির্বাচনকালীন সময়ে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিতকরণ, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয় এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।
এছাড়াও অন্যান্য সিদ্ধান্তগুলো হলো, ভোট গণনা ও ফলাফল ঘোষণায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা এবং কোনো প্রশ্ন উঠলে নির্বাচনী বিধিমালা অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা; সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতেও গুরুত্বারোপ করা হয়।
সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয়, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে কৌশলগত ব্যবস্থা গ্রহণ, বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ, রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ বজায় রাখা এবং নিষিদ্ধ সংগঠনের অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মোঃ খোদা বখস চৌধুরী সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জনাব বাহারুল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, জকসু নির্বাচন প্রস্তুতিমূলক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.