রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
বিএনপি সরকার গঠন করতে পারলে প্রথম এক বছরের মধ্যেই দেশের এক কোটি বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
বুধবার খুলনার কয়রা উপজেলা যুবদলের আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে এক বছরের মধ্যেই অন্তত এক কোটি তরুণকে কর্মসংস্থানের সুযোগ করে দেব। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণ প্রজন্মের ওপর, তাই তাদের সম্ভাবনাকে কাজে লাগানোই হবে আমাদের অগ্রাধিকার।”
আজিজুল বারী হেলাল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পুনর্গঠন করা হবে। “আমরা শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্রের কাঠামোই পরিবর্তন করতে চাই—যেখানে সুশাসন, জবাবদিহিতা ও নাগরিক অধিকার নিশ্চিত হবে,”—যোগ করেন তিনি।
দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষার পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, “ক্ষমতায় গেলে দরিদ্র পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে তারা ন্যায্য দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। আমরা চাই পরিবারের গৃহিণীই হোক এই কার্ডের মালিক, যাতে নারীরা পরিবারের আর্থিক সিদ্ধান্তে সরাসরি ভূমিকা রাখতে পারেন।”
কৃষক সহায়তায় বিএনপির পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “আমরা কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ দেব। এই কার্ডের মাধ্যমে তারা স্বল্পমূল্যে সার, বীজ ও কীটনাশক কিনতে পারবেন। কৃষি কার্ডের মালিকানা দেওয়া হবে একজন কৃষাণীর হাতে, যাতে নারীরাও কৃষিক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিতে পারেন।”
সমাবেশে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক শরীফুল আলম। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ ও যুগ্ম আহ্বায়ক ইছানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ।
এছাড়া জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, আমিরুল ইসলাম কাগজী, এম এ হাসান, আবু সাইদ বিশ্বাস, মো. জাহিদ হোসেন শোভন, গোলাম রসুল, হেলাল উদ্দীন, জামাল ফারুক জাফরিন ও আরিফ বিল্লাহ সবুজসহ নেতারা বক্তব্য দেন।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সংগঠনের প্রতিটি স্তরে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.