স্টাফ রিপোর্টার, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেরা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার ( ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মামুন হাসান,পুলিশের পরিদর্শক তদন্ত মোঃ ইকরামুল হক, উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহন আলী বিশ্বাস,মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বনা,সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন,বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার, কলাতলা ইউপি চেয়ারম্যান শিকদার মতিয়ার রহমান, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আজমীর আলী, শিবপুর ইউপি চেয়ারম্যান অহিদুজ্জামান কাকা মিয়া, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চনা বড়াল, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান সামিয়া রহমান বিউটি,সাংবাদিক শফিকুল ইসলাম সাফা প্রমুখ উপস্থিত ছিলেন।