মো.জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল)
নড়াইলের কালিয়ায় তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে শিক্ষক ও কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজ গেটে বড়দিয়া অঞ্চলের সব মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এ বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি কলেজ গেট থেকে শুরু হয়ে বড়দিয়া বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ গেটে এসে সমাবেশে মিলিত হয়।
বড়দিয়া হাই স্কুলের শিক্ষক সিহাব খানের সঞ্চালনায় এবং বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্যা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতা দেন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকরা।
বক্তারা বলেন, ৭৫ শতাংশ উৎসব ভাতা, ২০ শতাংশ বাড়িভাড়া এবং ১,৫০০ টাকা মেডিকেল ভাতাসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ১২ অক্টোবর থেকে তারা ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
বক্তারা আরও বলেন, “আমরা সরকারি স্কুলের শিক্ষকদের মতোই পরিশ্রম করি, কিন্তু বেতনে বৈষম্যের শিকার হচ্ছি। এ অবিচার মেনে নেওয়া যায় না। আমাদের ন্যায্য দাবি মানা না হলে এর দায় সরকারকেই নিতে হবে।”
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন উদীচী শিল্পী গোষ্ঠী বড়দিয়া শাখার সাধারণ সম্পাদক প্রবীর রায় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিধান চন্দ্র দাশ। তারা শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
পরিশেষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্যা সাখাওয়াত হোসেন বড়দিয়া অঞ্চলের সকল শিক্ষক-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.